গোপালগঞ্জে ভ্রাম্যমাণ সবজির বাজার চালু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-24 12:00:53

করোনা প্রতিরোধে গোপালগঞ্জে ভ্রাম্যমাণ সবজির বাজার চালু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

জানা গেছে, প্রতিদিন সকাল হলেই ইঞ্জিন চালিত ভ্যানে সবজি নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গলিতে পৌঁছে যান ১০ জন দোকানি। প্রতিটি বাসার সামনে গিয়ে তারা সবজি বিক্রি করেন। এতে স্থানীয়রা বাজারে না গিয়ে প্রয়োজনীয় সবজি কেনার সুযোগ পাচ্ছেন। আর দামও কম। এছাড়া সামাজিক দূরত্বও বজায় থাকছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘করোনা পরিস্থিতিতে ঘরবন্ধী মানুষ যাতে পর্যাপ্ত খেতে পারে সেজন্য ভ্রাম্যমাণ সবজির বাজার চালু করেছি। গোপালগঞ্জের কোনো মানুষ যেন অনাহারে না থাকে সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

এ সম্পর্কিত আরও খবর