আরইবির প্রেস কনসালটেন্ট তালুকদার রুমি অপসারিত

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 12:59:21

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রেস কনসালটেন্ট তালুদকার রুমিকে দায়িত্বে অবহেলার দায়ে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।

তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমি) আরইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রায় ৮ বছর ধরে এই পদে রয়েছেন। সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর নতুন করে ১ বছরের জন্য নিয়োগ দেন আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন।

রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তালুকদার রুমি। কয়েকমাস পূর্বে কাফরুল থানা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আরইবির চেয়ারম্যানের আনুকূল্য পেয়ে দীর্ঘ দিন ধরে এ পদে থাকা নিয়ে নানা রকম কানাঘুষা রয়েছে। আরইবির নিজস্ব জনসংযোগ পরিদফতর থাকতে কেনো তাকে বসিয়ে বসিয়ে টাকা খরচ করা হয়েছে সেটিই এখনও রহস্যজনক।

আরইবির জনসংযোগ পরিদফতরের পরিচালক আনোয়ার হোসেন বার্তা২৪.কমকে বলেন, পরিদফতরে প্রায় ২০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী রয়েছে। কেনো কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে সেটা যারা দিয়েছেন তারা ভালো বলতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর