‘কেউ অনাহারে থাকবে না’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 05:53:28

রংপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এসময় সকলকে করোনা ঝুঁকি এড়িয়ে চলতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর সদর উপজেলার মমিনপুরে চাল, ডাল, তেল, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিতরণকালে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, করোনা মহামারিতে দিনমজুর, অসহায় দুস্থসহ সকল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঘরে ঘরে খাবার পৌঁছে যাচ্ছে। এতে করে কেউ আর অনাহারে থাকবে না।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণ রোধ ও জনসচেতনতা সৃষ্টিতে মাঠ পর্যায়ে কাজ করছে আওয়ামী লীগ। শুধু তাই নয় হতদরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রথম থেকেই সজাগ দলের নেতা-কর্মীরা। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট, জীবাণুনাশক সাবান, ফেস মাস্কসহ দুই হাজারেরও বেশি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছ। এই সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক একেএম হালিমুল হক, কোষাধক্ষ্য কামরুজ্জামান চান, মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওবায়দুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আবু জাফর শীস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর