করোনাকালে অব্যাহত আছে ডিএনসিসির কার্যক্রম

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 23:38:31

করোনা পরিস্থিতির মধ্যে নগরবাসীর সেবায় নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

ডিএনসিসির কাউন্সিলররা কর্মহীন দুস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা ও আঞ্চলিক পর্যায়ে গঠিত ত্রাণ মনিটরিং টিম ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে।

করোনা প্রাদুর্ভাবের মধ্যেও ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী এবং মশক নিধন কর্মীরা সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করছেন শহরকে পরিচ্ছন্ন রাখতে।

কাঁচাবাজার করোনা সংক্রমণের অন্যতম উৎস হওয়ায় সরকারের নির্দেশনা অনুসরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতোমধ্যে অনেকগুলো কাঁচাবাজার খোলা জায়গায় স্থানান্তর করেছে।

সামনে বর্ষা মৌসুম। নগরবাসীকে জলাবদ্ধতার অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই দিতে প্রকৌশল বিভাগ অগ্রিম পদক্ষেপ নিতে শুরু করেছে বলে ডিএনসিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর