পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা-ফেনসিডিল উদ্ধার, আটক ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 10:43:48

রংপুরের কাউনিয়ায় পাথর ভর্তি একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিপিএসপি র‌্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আহসান হাবীব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কাউনিয়া উপজেলার হলদিবাড়ী এলাকার সামনের একটি ফিলিং স্টেশনের কাছে রংপুর-লালমনিরহাট সড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় পাথর ভর্তি একটি ট্রাকে সু-কৌশলে রাখা ৪৫.৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় ট্রাক চালক শামীম ইসলাম (২২) ও চালকের সহকারী মশিয়ার রহমানকে (২০) আটক করা হয়। তাদের একজন লালমনিরহাটের পাটগ্রাম এবং অপরজন নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। অভিযানে ওই দু'জনের কাছ থেকে পাথরসহ ট্রাক, দুইটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, এবং মাদক বিক্রয়ের নগদ ৪৫০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা

র‌্যাবের দাবি, গ্রেফতার শামীম ও মশিয়ার পেশাদার মাদক কারবারি। ভারতীয় সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়াতে তারা পরিবহন শ্রমিকের আড়ালে ওই এলাকাতে মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। মাদক চোরা চালান ও কারবারির কথাও স্বীকার করেছেন।

ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্ত থেকে পাথর বোঝাই করে ঢাকার উদ্দেশে আসার পথে হাতিবান্ধাতে বিশেষ কায়দায় ট্রাকে গাঁজা ও ফেনসিডিল পাথরের ভেতরে রাখা হয়। দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সু-কৌশলে বিভিন্ন পণ্য পরিবহনের সঙ্গে মাদকের বড় বড় চালান এনে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ সম্পর্কিত আরও খবর