গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছেন ক্রেতারা, নেই সামাজিক দূরত্ব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-26 23:25:43

কুষ্টিয়ায় করোনার ভয় উপেক্ষা করে সব বয়সী মানুষ ঈদের কেনাকাটা করতে বিপণিবিতানগুলোতে ভিড় করছেন।

এ কারণে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে এবং মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

মূলত গতকাল রোববার (১০ মে) থেকে কুষ্টিয়া শহরে বিপণিবিতানসহ সব ধরনের দোকানপাট খুলেছে। শুধু বন্ধ রয়েছে জুয়েলারি দোকান। কুষ্টিয়া জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব দোকান খোলা থাকবে। কিন্তু সোমবার (১১ মে) সকাল ১০টার আগেই কেনাকাটা করতে মানুষের ভিড় দেখা যায়।  

এদিকে বিপণিবিতানসহ সব ধরনের দোকানে বেচা-কেনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও তা মানছেন না কেউ। এছাড়া হ্যান্ড গ্লাভস ও মুখে মাস্ক পরেননি অধিকাংশ মানুষ।

অথচ পছন্দের পোশাক, জুতা-স্যান্ডেল ও কসমেটিকসসহ অন্যান্য সামগ্রী কেনার জন্য ক্রেতাদেরকে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে দরদাম করতে দেখা গেছে। অনেকে তাদের শিশু সন্তানদেরকেও সঙ্গে নিয়ে এসেছেন। কেনাকাটা করতে আসা মানুষদের মধ্যে করোনার ভয় একেবারেই লক্ষ্য করা যায়নি।

বিপণিবিতানগুলোতে নারী ক্রেতাদের ভিড় বেশি

শিশু সন্তান সঙ্গে নিয়ে কেনাকাটা করতে এসেছেন রাশিদা বানু। তিনি বলেন, ‘পছন্দের পোশাক কিনতে আমি বাচ্চাকে ইচ্ছে করেই সঙ্গে নিয়ে এসেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা ক্রেতাদের ভিড় ঠেকাতে হিমশিম খাচ্ছি। প্রধান সড়ক এনএস রোড যানজট মুক্ত রাখতে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছু সড়কের মোড়ে যানবাহন ছাড়া শুধু মানুষ ঢুকতে পারছে।’

কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এস এম কাদেরী শাকিল বলেন, ‘ওষুধ বাদে সবকিছুর দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী আমরা নিয়মিত তদারকি করছি। এছাড়া শিশুদের সঙ্গে নিয়ে মার্কেটে না আসার জন্য অনুরোধ করছি। সরকারি নির্দেশনা মানার জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।’

উল্লেখ্য, কুষ্টিয়ায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন।

এ সম্পর্কিত আরও খবর