রাঙামাটিতে সেনা উদ্যোগে ‘এক মিনিটের বাজার’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-10 07:29:02

রাঙামাটিতে প্রতিবন্ধী, অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য মানুষদের জন্য মানবিক উদ্যোগ হিসেবে ‘এক মিনিটের বাজার’ নামের ভিন্নধর্মী আয়োজন করেছে সেনাবাহিনী।

২৪ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে শুক্রবার (১৫ মে) জেলার স্টেডিয়ামে এ বাজারের আয়োজন করা হয়।

বাজার থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ ব্যক্তিদেরকে এক মিনিটের মধ্যে ৯ প্রকার দ্রব্য সামগ্রী প্রদান করা হয় বিনামূল্যে। যার মধ্যে ছিল চাল, আলু, ঢেঁড়স, শসা, বরবটি, কচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা ও কাঁচামরিচ।

সামাজিক দূরত্ব মেনে তাদের বিনামূল্যে বাজার দেওয়া হচ্ছে

রাঙামাটি সেনা রিজিয়ন প্রান্তিক কৃষকদের নিকট থেকে প্রতিনিধির মাধ্যমে সবজি ক্রয় করে এই ব্যতিক্রমধর্মী বাজারের ব্যবস্থা করে। সরজমিনে জরিপ করে অসহায়, প্রতিবন্ধী ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা তৈরি করে প্রত্যেকের কাছে একটি করে টোকেন প্রদান করা হয়, আর এই টোকেন দেখিয়েই প্রতিটি পরিবার এক মিনিটের বাজার থেকে সংগ্রহ করেন তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

এ সম্পর্কিত আরও খবর