শহীদ মিনারে গোলাম সারওয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ঢাকা, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা২৪ ডটকম | 2023-08-18 02:29:48

ঢাকা: সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য তার মরদেহ এখানে আনা হয়।

গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, কামরুল হাসান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, পুলিশ আইজিপি, র‍্যাব মহাপরিচালক, সংগীত শিল্পী, অভিনয় শিল্পীসহ সর্বস্তরের মানুষ।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘সারওয়ার সাহেব শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমরা বন্ধু ছিলাম। তার চলে যাওয়া শুধু সাংবাদিক সমাজে না, ব্যক্তি তোফায়েলও অনেক কিছু হারাল আজ।’

র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘গোলাম সারওয়ার খুব মিশুক একজন সম্পাদক ছিলেন। ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। আজ সাংবাদিক সমাজ একটা নক্ষত্র হারাল।’

গোলাম সারওয়ার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘গোলাম সারওয়ারের লেখায় যাদু ছিল, আপনি তার লেখা পড়তে শুরু করলে আর সহজে বের হতে পারবেন না। পুরো সাংবাদিক সমাজ আজ একজন অভিভাবক হারাল।’

এর আগে গোলাম সারওয়ারের মরদেহ নেয়া হয়েছিল তার কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর এই সাংবাদিকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সংবাদকর্মীরা সেখানে গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর