গুলশানে জোড়া খুন, মূল আসামি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুলশানে জোড়া খুন, মূল আসামি গ্রেফতার/ছবি: সংগৃহীত

গুলশানে জোড়া খুন, মূল আসামি গ্রেফতার/ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যার ঘটনায় মূল আসামি রুমনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রুমনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গুলশান থানা সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশান-২-এর একটি চায়ের দোকানের ভেতরে দুজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। নিহত মো. রফিকের (৬২) ছেলে বাপ্পি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জোড়া খুনের ওই ঘটনায় মো. সাব্বির (১৬) নামে দোকানটির এক কর্মচারীকেও হত্যা করা হয়। জানা যায়, কিছুদিন আগে দোকানটিতে নতুন করে আরেক ছেলেকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। সেই সূত্রে পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে ওই কর্মচারীর যোগসাজশ থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্তে নামে র‌্যাব। মঙ্গলবার গ্রেফতার করা হয় রুমনকে।