৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-24 11:07:37

সাত ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বেলা সাড়ে ১১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ফেরি চলাচল শুরুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি।

তিনি জানান, অতিরিক্ত যাত্রীর কারণে সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সন্ধ্যার পর আবার তা চালু করা হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।

এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে কয়েকশ যানবাহন নদী পারের জন্য অপেক্ষা করছে। চরম বিপাকে পড়েছে পণ্যবাহী ট্রাক চালকরা। 

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

এ সম্পর্কিত আরও খবর