শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের বাড়তি চাপ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সীগঞ্জ | 2023-08-24 00:40:52

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ শেষে ঢাকামুখী কর্মস্থলে ফেরা মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। ১০টি ফেরির মাধ্যমে বিআইডব্লিউটিসি এসব যাত্রী পারাপার করছে। যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে জেলা ও ট্রাফিক পুলিশদের।

ঘাটে দেখা গেছে যাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজস্ব গাড়ি দিয়ে চলাচলের কথা বলা হলেও ঘাট এলাকায় ভাড়ায় ছোট গাড়ি আসছে ও যাচ্ছে। ট্রাফিক পুলিশ বেশ কিছু মাইক্রোবাস আটক করে জরিমানাও করেছে।

এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. হিলাল উদ্দিন জানান, 'যাত্রীর চাপ বেশি থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। যাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা কম। আর সামাজিক দূরত্বও বজায় রাখা সম্ভব হচ্ছে না। তারপরও জেলা ও ট্রাফিক পুলিশ যাত্রী সেবায় কাজ করে যাচ্ছেন।

সকালে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেশি ছিল। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ কর্মস্থল যোগ দিতে ঢাকায় ফিরছে, তাই চাপ কিছুটা বেশি বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর