‘সীমাবদ্ধতা সত্ত্বেও স্বাস্থ্যখাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার’

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 00:36:50

নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার স্বাস্থ্যখাতে সক্ষমতা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০৫ জুন) তার সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা সহায়তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারি একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীর ২১৫টি দেশে-অঞ্চলে করোনা মহামারি ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ও সংক্রমণ বিস্তারের দিক থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের অবস্থান ২১তম। দেশে সংক্রমণের মাত্রা আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের অভিমত।’

‘উন্নত বিশ্বের দেশগুলো যেখানে অর্থনৈতিক ভিত শক্ত, তারাও স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়ে কী অসহায় আত্মসমর্পণ করেছে এ মহামারির কাছে। একটি রোগ যখন মহামারি আকারে দাঁড়িয়ে যায়, তখন বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবা দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন। তখন প্রয়োজন পড়ে বিশেষ ব্যবস্থাপনায় সমাজের সর্বস্তরের মানুষের ঐক্য, সচেতনতা, সবার সম্মিলিত সমন্বিত প্রয়াস,’ যোগ করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার সংক্রমণের শুরু থেকে অত্যন্ত দক্ষতার সাথে সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্বাস্থ্যখাতে সক্ষমতা বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘এ বাস্তবতায় করোনা সংক্রমণ রোধে সচেতনতা এবং আক্রান্ত হলে প্যানিকড না হয়ে কীভাবে দক্ষতার সাথে প্রযুক্তির সহায়তায় চিকিৎসা নেওয়া যায়, সে ব্যবস্থা করতে হবে।’

বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের হয়রানির খবর গণমাধ্যমে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর ব্যবস্থাপকদের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ সম্পর্কিত আরও খবর