কক্সবাজার: কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার কৃষক নাজিম উদ্দিন। দীর্ঘ ৩ বছর লালন-পালন করে বাজারের সবচেয়ে বড় গরুর মালিক এখন তিনি। আর্জেন্টিনার সমর্থক হওয়ায় তিনি গরুটির নাম দিয়েছেন ডি-মারিয়া।
কৃষক নাজিম উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ‘দীর্ঘ তিন বছর যাবৎ লালন পালন করে আজ এই গরুকে বাজারে তুলেছি। আমি ১২ লাখ টাকা দাম চেয়েছি। অনেক ক্রেতা এ পর্যন্ত ৬ লাখ পর্যন্ত বলেছে। আমি ১০ লাখ হলে ছেড়ে দেব।’
নাজিম উদ্দিন আরও বলেন, ‘আমি আর্জেন্টিনা সমর্থন করি। আমার পছন্দের খেলোয়াড় ডি-মারিয়া। তাই আমার অনেক যত্নে পালন করা এই গরুটির নাম দিয়েছি ডি-মারিয়া। আশা করি এবারের ঈদে বিক্রি করতে পারব।’
এদিকে কক্সবাজার শহর থেকে খরুলিয়া বাজারে গরু কিনতে আশা আব্দুল্লাহ আল নোমান এ গরুটি ৬ লাখ টাকা পর্যন্ত বলেছেন। তিনি জানান, গরুটি বেশ বড়। বিক্রেতা আমাকে ১২ লাখ টাকা দাম চেয়েছে। আমি সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত বলেছি।’
অন্য ক্রেতা শিবলী নোমান গরুটির দাম সাড়ে ৪ লাখ টাকা বলেছেন। তিনি জানান, গরু বড় হলেও এর বেশি দাম হবে না।
এদিকে রোববার থেকেই জমজমাট হয়ে উঠেছে কক্সবাজারের পশুরহাটগুলো। চলছে পুরোদমে কেনাবেচা। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতারাও খুব খুশি। কারণ এবারে পশুর দাম কমেছে বলে জানান অনেক ক্রেতা।