খুলনায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-23 06:00:57

গত ২৪ ঘণ্টা খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। খুলনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৭ জনে।

শুক্রবার (১২ জুন) খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১৫৪টি।

করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটি খুলনার সমন্বয়ক এবং খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে শুক্রবার ৩৪৭টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ৫৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে খুলনার ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়, বাকিগুলো অন্য জেলার নমুনা।

তিনি আরো বলেন, পজেটিভ রিপোর্টে খুলনার ৪০টি, বাগেরহাটের ১০টি, সাতক্ষীরার ১টি, যশোরের ৪টি, ঝিনাইদহের ১টি, নড়াইলের ১টি ও গোপালগঞ্জের ১টি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গিয়েছে ১১৪৬ জন। সুস্থ হয়েছে ৩৭৮ জন ও বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

এ সম্পর্কিত আরও খবর