পৃথিবীর বিভিন্ন দেশে শুরু হয়েছে বছরের প্রথম বলয় সুর্যগ্রহণ (Annular solar eclipse)। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দেখা যাবে এই বলয় সূর্যগ্রহণ।
রোববার (২১ জুন) সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে এ সূর্যগ্রহণ শুরু হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে বেলা ১১টা ১৭ মিনিটে। সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে। আকাশ পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
রাজশাহী ও রংপুরে বেলা ১১টা ১৭ মিনিটে, খুলনায় বেলা ১১টা ২০ মিনিটে, ঢাকা-ময়মনসিংহ-বরিশাল বিভাগে বেলা ১১টা ২৩ মিনিটে, সিলেটে বেলা ১১টা ২৭ মিনিটে এবং চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ শুরু হবে । সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিটে।