যমুনার পানি বেড়ে প্লাবিত ৫৩ গ্রাম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-09-01 20:26:53

ভারী বর্ষণ ও উজানের ঢলে ব্রহ্মপুত্র এবং যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

রোববার (২৮ জুন) রাত ৮টা পর্যন্ত চার উপজেলার ১৩টি ইউনিয়নের ৫৩টি গ্রামের ১৫ হাজার ২২৪টি পরিবারের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে রোববার রাত ৮টা পর্যন্ত যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে বন্যার পানি হুহু করে বাড়ছে। এদিকে দ্রুতগতিতে বন্যার পানি বৃদ্ধির কারণে নদীপাড়ের নিম্নাঞ্চলের ফসলি জমিতে, বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে এবং প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘যমুনার পেটে জেগে ওঠা সাপধরী ইউনিয়নের নতুন চরাঞ্চলে আষাঢ় মাসেই অতিরিক্ত বন্যার পানি প্রবেশ করেছে। এতে প্রজাপতিচর, চরশিশুয়া, চরনন্দনেরপাড়া, আমতলী, কাশারীডোবাসহ এসব চরাঞ্চলের ৩ হাজার বাড়ি-ঘরে বন্যার পানি প্রবেশ করেছে।’

শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি সংকটে পানিবন্দি মানুষ

চিনাডুলি ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘এ বছরের আগাম বন্যায় নিম্নাঞ্চল এলাকায় রাস্তাঘাট যাতায়াত বন্ধ এবং যমুনা চরাঞ্চল বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। নিম্নাঞ্চল এলাকায় বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে এতে ৪ হাজার পরিবারের প্রায় ৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’

জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী বলেন, ‘এরইমধ্যে ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বন্যার্ত এলাকায় ২০ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী হিসাবে ৩৫০ মেক্ট্রিক জিআর চাল, ৭ লাখ নগদ টাকা ও ২ হাজার শুকনো খাবারের প্যাকেট চাহিদা চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।’

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বলেন, ‘যমুনায় দ্রুত গতিতে পানি বাড়ছে। সেই সঙ্গে ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীরও পানি বাড়ছে।’

এ সম্পর্কিত আরও খবর