ভারত থেকে হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-26 02:17:21

দেশি বাজার মূল্য ঠিক রাখতে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। ক’দিনের টানা বৃষ্টির কারণে দেশি কাঁচা মরিচের মূল্য বৃদ্ধি পায়। তাই মরিচের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে মরিচ আমদানি শুরু করেছে বলে জানিয়েছেন আমদানি কারকরা।

সোমবার (২৯ জুন) দুপুরে ৪০০ ডলারে কাঁচা মরিচ আমদানি হয়েছে। যার প্রতি কেজি শুল্ক দিতে হয়েছে ২১ টাকা।

আমদানি কারকরা বলেছেন, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য হঠাৎ বৃদ্ধি পেয়েছে। তাই মরিচের দাম ঠিক রাখতে ভারত থেকে আমরা মরিচ আমদানি শুরু করেছি। এসব কাঁচা মরিচ আমরা ভারতের বিহার রাজ্য থেকে আমদানি করছি।

কাস্টমস সূত্রে জানা যায়, সোমবারে ৩ হাজার কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। আর আমদানি কাঁচা মরিচ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৬৩ হাজার টাকা।

এ সম্পর্কিত আরও খবর