রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালার প্রস্ততি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 21:42:50

রাজধানী উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‍্যাব। অনুমোদনহীন কিট দিয়ে কোভিড টেস্ট করার অভিযোগ ছিল হাসপাতালটির বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর থেকে এ অভিযান পরিচালনা করছেন র‍্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সারোয়ার আলম বলেন, অনুমোদনহীন কিট যেটা দেশের স্বাস্থ্য অধিদপ্তর বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউই অনুমোদন দেয়নি তা দিয়েই পরীক্ষা চালিয়েছে তারা। এদিকে এই কিট কিভাবে এখানে এলো সেটাও জানার চেষ্টা চলছে। এছাড়া এখানেও অনেক নমুনা পাওয়া গেছে।

আমাদের কাছে অভিযোগ ছিল, কোভিড টেস্টের নামে নানা দুর্নীতি করছে হাসপাতালটি। অভিযান পরিচালনা করতে সেই অভিযোগের সত্যতা মিলেছে। ইতিমধ্যে আমরা হাসপাতালটির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি জব্দ করেছি। আদালত হাসপাতালটিকে সিলগালা করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনও অভিযান অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরও খবর