পুলিশ কার্যালয়ে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:11:05

করোনাভাইরাসের ভুয়া নমুনা পরীক্ষার ঘটনায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ ডিসি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে তাকে তেজগাঁও ডিসির কার্যালয়ে ডেকে নেওয়া হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেজগাঁও বিভাগের এডিসি পর্যায়ে এক কর্মকর্তা বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

এদিকে তাকে জিজ্ঞাসাবাদে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে তোলপাড় চলছে। এই প্রতারণার মূলহোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এ প্রতারণায় আরিফের অন্যতম সহযোগী তার স্ত্রী ও জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান হলেন ডা. সাবরিনা।

এ সম্পর্কিত আরও খবর