বুড়িগঙ্গার ডকইয়ার্ডে অভিযান বিআইডব্লিউটিএর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 18:13:21

নৌ-দুর্ঘটনা প্রতিরোধের সুপারিশ অনুযায়ী রাজধানীর সদরঘাটের বিপরীতে তেলঘাটের অবৈধ স্থাপনা ও বুড়িগঙ্গার ডকইয়ার্ডে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (১২ জুলাই) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন।

তিনি বলেন, সম্প্রতি সংঘঠিত নৌ দুর্ঘটনার তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আজ দিনব্যপী চলছে বুড়িগঙ্গা চ্যানেল মুক্ত করণের বিশেষ অভিযান। ঢাকা নদী বন্দর টার্মিনালের বিপরীত পাশে নদীর সীমানার মধ্যে অবৈধভাবে গড়ে উঠা ৩২টি ডকইয়ার্ডের ছত্রছায়ায় নদীর মধ্যেই ভাসমান অবস্থায় যত্রতত্র নৌযান রেখে মেরামত করায় প্রাকৃতিকভাবে প্রশস্ত নদীর চ্যানেল কৃত্রিমভাবে সরু হয়ে যাওয়ায় সদরঘাট এলাকায় নৌ দুঘর্টনার অন্যতম কারণ। এই অভিযানের ফলে বুড়িগঙ্গা চওড়া হবে এবং নৌ-দুর্ঘটনা কমে আসবে।

উল্লেখ্য, গত ২৯ জুন রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চটির ধাক্কায় ডুবে যায়। এতে ৩৪ জন মারা যান।

এ সম্পর্কিত আরও খবর