পাটুরিয়ায় ঘাট পারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-22 08:05:04

নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকটের কারণে ভোগান্তি বাড়ছে পাটুরিয়ার ফেরিঘাট এলাকায়। পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় রয়েছে ৬ শতাধিক যানবাহন।

পাটুরিয়া ফেরিঘাটের প্রায় ৭ কিলোমিটার আগেই ঘাটমুখী পণ্যবাহী সকল ট্রাক আটকে দিচ্ছে পুলিশ। ঘাট এলাকার ট্রাক টার্মিনাল দুইটিও পণ্যবাহী সাধারণ ট্রাকে ভরপুর।

যাত্রীবাহী বাসের সাথে সিরিয়াল অনুযায়ী অল্প কিছু করে পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। তবে ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরী পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে ভোগান্তি ছাড়াই।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাটের দুইটি টার্মিনালে সাড়ে তিনশো ও মহাসড়কের উথুলী এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। এছাড়াও পারের অপেক্ষায় ফেরিতে উঠার সিরিয়ালে রয়েছে বাস ও ট্রাক মিলে শতাধিক যানবাহন।

ঘাট পারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এছাড়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি থাকলেও চলাচল করছে মাত্র ১২টি। বাকি ফেরিগুলো রয়েছে মেরামত কারখানায়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, ফেরিঘাট এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে ঘাট এলাকার প্রায় সাত কিলোমিটার আগেই মহাসড়কের উথুলী সংযোগ সড়কে দেড়শ’র মতো ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাটে ট্রাকের চাপ কমলে এখান থেকে ঘাট এলাকায় ট্রাকগুলোকে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর