জয়পুরহাটে করোনায় প্রথম মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট | 2023-08-28 00:59:36

জয়পুরহাটে প্রথম করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মামুন সরদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে ওই ব্যবসায়ী বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেলিম মিয়া।

পারিবারিক সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে শুক্রবার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

সিভিল সার্জন জানান, মৃত ওই ব্যক্তির করোনা পজিটিভ ছিল। তার করোনার সবগুলো উপসর্গই ছিল বলে পরিবার নিশ্চিত করেছে।

জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ফলাফল আসে ৭ হাজার ৪৯৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২৩ জন। আর সুস্থ হয়েছেন
৩৭৮ জন।

এ সম্পর্কিত আরও খবর