আরপিও সংশোধন নিয়ে ইসির বৈঠক আজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 07:09:21

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ফের বৈঠকে বসছে কমিশন।

সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে ইসি জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিধান যুক্ত করে আরপিও সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। দেড় লাখ ইভিএম ক্রয়ের প্রস্তাব ইতোমধ্যে সরকারের পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিশন অনুমোদন দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দেড় লাখ ইভিএমে এক-তৃতীয়াংশ অর্থাৎ ১০০ আসনে ভোট নেওয়া যাবে। তবে প্রশিক্ষণ, বিভিন্ন রাজনৈতিক দলের একমত হওয়াসহ বিভিন্ন বিষয় আছে। সক্ষমতা থাকলেও কী পরিমাণ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, তা বলা যাবে না। এটি কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজকের বৈঠকে ইসি আরপিও সংশোধন অনুমোদন করে তা আইন মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ে ভেটিং শেষে তা মন্ত্রীসভায় উঠবে। সেখানে পাস হলে তা সংসদ উত্থাপিত হবে এবং পাস করতে হবে। পরে তা কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও খবর