নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই তিনজন শীর্ষ ব্যক্তিসহ নাটোর সদরে ১৫ জন, বড়াইগ্রামে ১০ জন এবং গুরুদাসপুরে ৭ জন রয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকার একটি ল্যাব থেকে ৩২ জনের করোনা শনাক্তের খবর নাটোরের সিভিল সার্জনকে জানানো হয়। আক্রান্ত প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তা সুস্থ রয়েছেন। তারা সকলেই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
নাটোর জেলায় এ নিয়ে মোট ৪৩৫ জন করোনায় আক্রান্ত হলো। সুস্থ হয়েছে ১১৫ জন।