সঙ্গরোধের সময়ে ঢাকার চিত্র

বিবিধ, ফটো-গ্যালারি

ফটো ও স্টোরি- সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:45:37

চীনের উহানে প্রথম শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ক্রমান্বয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বাংলাদেশেও রয়েছে এ মহামারি প্রভাব।

তাই রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য মাইকিংয়ের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপর সশস্ত্র বাহিনী।

করোনা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন সড়কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ
করোনা সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরের বাইরে বের না হতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তাই জনশূন্য রাজধানীর রাস্তাঘাট
কোভিড-১৯ সম্পর্কে সচেতন করতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন খোলা থাকলেও কোনো গাড়ি চোখে পড়েনি
রাজধানীর হাসপাতালগুলোর সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স
সাবান পানিতে হাত ধুয়ে মসজিদে প্রবেশ করছেন জুমার নামাজে আসা মুসল্লিরা
করোনা থেকে মুক্তি ও আক্রান্তদের সুস্থতায় নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করছেন মুসল্লি

এ সম্পর্কিত আরও খবর