পলাশের আবিরে বসন্ত বার্তা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পলাশ ফুলে বসন্ত বরণ/ছবি: বার্তা২৪.কম

পলাশ ফুলে বসন্ত বরণ/ছবি: বার্তা২৪.কম

শীতের জীর্ণতা সরিয়ে জেগে উঠেছে প্রকৃতি। পাতা ঝরার গানে এসেছে নতুন প্রাণ! প্রকৃতির বাতাবরণে লেগেছে রঙের সাজ। রাজধানীর হাতিরঝিলে পলাশ ফুল আর নতুন পাতার সবুজ কুঁড়ির দেখা মিলেছে। বার্তার পাঠকের ক্যামেরাবন্দি হয়েছে এমনই কিছু ছবি।

বিজ্ঞাপন

 পলাশের রঙিন আবির শীতকে বিদায় জানাচ্ছে


প্রকৃতির সাঁজ-কোকিলের কুহুতানে মুখর নগরী