‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে-আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে’
বৈশাখের দুপুরে কবি নজরুলের গানের এই চিত্রকল্পে হঠাৎ হাজির হয়েছে এক সবুজ টিয়া পাখি। বৈশাখের তপ্ত বাতাসে নয়, পাখিটি কৃষ্ণচূড়ার উঁচু শাখায় বসেছে কালো মেঘের দিনে।
শহুরে প্রকৃতি যখন অঝোর ধারায় সিক্ত হচ্ছিল ঠিক তখন আঙুনরঙা কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাচ্ছিল কচি পাতার সবুজ রঙে আবৃত টিয়া পাখিটি।