মহিলা দলের র‍্যালিতে পুলিশের বাধা

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-08 14:37:09

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার (৮ মার্চ) সকালে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র‌্যালি বের করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা মুহুমুহু স্লোগান দিয়ে পুলিশের বাধার প্রতিবাদ জানায়। পরে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। এক পর্যায়ে নারী কর্মীরা ৪/৬ মিনিট স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে চলে যায়।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, এটা দুর্ভাগ্যজনক আজকে একটা নারী দিবস, সেখানে পুলিশ নারীদের একটা শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে- এটাই তার প্রমাণ। আজকে আমাদের শান্তিপূর্ণ র‌্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পুলিশের মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, যেটা পারমিশন ছিল উনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন, সেখানে আমরা বাধা দেইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি।

র‌্যালি কেন করতে দিলেন না- জানতে চাইলে তিনি বলেন, ‘উনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজকে জুম্মার সময় গাড়ি চলাচল করছে, এই র‌্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সেজন্য আমরা সেটা করতে দেইনি।

এ সম্পর্কিত আরও খবর