নজরুল আমাদের উদ্ধুদ্ধ করে চলেছেন: রিজভী

, রাজনীতি

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-25 09:38:06

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৫ মে) সকাল ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটি শ্রাদ্ধা জ্ঞাপন করেন।

রুহুল কবির রিজভী বলেন, নজরুল আমাদের উদ্ধুদ্ধ করে চলেছেন। তার থেকে উদ্ধুদ্ধ হয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। নজরুলকেও স্বাধীনতার পক্ষে বলার জন্য কারাগার বরণ করতে হয়েছিল। আমাদেরও এখন নির্যাতন, কারাবরণ করতে হচ্ছে। তিনি সবসময় প্রাসঙ্গিক। তার বলা পথে বহুমাত্রিক বৈশিষ্ট্যসহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমাদের লড়াই চলবে।

প্রসঙ্গত, বাংলা বিদ্রোহী কবিতা ও গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ১২৫তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর