হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকদল নেতার মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব রহমান (৫৫) নামে কৃষকদলের এক নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে এবং নওদাবাস ইউনিয়ন কৃষকদলের সভাপতি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন মাহাবুর রহমান। এ সময় একটি তার ছিড়ে তার শরীরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) ডা. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।