সরকারের প্রধান লক্ষ্য বিরোধীদের কারাগারে পাঠানো : মির্জা ফখরুল

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-07-07 23:30:36

বিরোধী নেতাকর্মীকে কারাগারে পাঠানো এখন সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়াসহ জামিন নামঞ্জুর করে এ কাজটি করছে সরকার। রবিবার (৭ জুলাই) এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি।

মারুফের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরো বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীর ওপর তীব্র মাত্রায় দমন-পীড়ন শুরু করেছে তারা। মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’

তিনি আরো বলেন, ‘জনগণ এবং বিরোধী নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে, তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না।’

এ সম্পর্কিত আরও খবর