এই নতুন বাংলাদেশ আমাদের ধরে রাখতে হবে: আমীর খসরু 

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-08 13:19:01

জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনে যে সফলতা এসেছে তাদের আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা ছাড়া কিছু দেওয়ার নাই। এই সেক্রিফাইস দেওয়ার পর আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ আমাদের ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এবি পার্টি আয়োজিত 'অন্তবর্তীকালীন সরকারের এক মাস কেমন গেলো' শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে আমাদের কারো মধ্য শঙ্কা নেই। কারণ শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের মনোজগতে বিরাট পরিবর্তন হয়েছে। সেটা আমাদের আমাদের বুঝতে হবে। এই মনোজগত হলো বাংলাদেশের মানুষ এখন তার কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিকভাবে ক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেই অধিকার চায়। বাংলাদেশের মানুষকে যে মালিকানা ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেছিলাম গত ১৫ বছরের বক্তৃতায়, তা আমাদের করতে হবে। কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ। এই মালিকানা কেড়ে নিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার।

আমীর খসরু বলেন, এই আন্দোলনে যারা জীবন দিয়েছে ,পঙ্গু হয়েছে চাকরি হারিয়েছে, গুম হয়েছে, ব্যবসা হারিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি।

তিনি বলেন, যারা বাংলাদেশের মালিক তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে বলবো তাদের জন্য আমরা কি করতে চাই। কারণ সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে।

আমীর খসরু আরও বলেন, দেশের বর্তমান ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। এই মানুষগুলো দেশ নিয়ে কি ভাবছে তাদের প্রত্যাশা কি তাদের আকাঙ্খা কি এটা আমরা যারা রাজনীতি করি তারা বুঝতে হবে। এটা যারা বুঝবে না আমি দুঃখের সাথে বলছি আগামীদিনের রাজনীতিতে তাদের কোন জায়গা থাকবেনা।

এই চিন্তা মাথায় রেখে আজকে যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে তাদের সহযোগিতা করতে চাই। আমরা রাজনীতি করি অনেক কথা বলি অনেক বক্তব্য দেই। যার যার প্রেক্ষাপট থেকে কথা বলা লাগে। আজকের অন্তবর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের ভিত্তিতে সকলকে সহযোগিতা করতে হবে। আমরা যত কথা বলি এই মূহুর্তে জাতীয় ঐক্যর কোন বিকল্প নাই। বিগতদিনে যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে তা জাতীয় ঐক্য এর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

সেমিনারে এবি পার্টির আহ্বায়ক কর্নেল মশিউর রহমান বলেন, এই সরকার বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছিলো। ফলে এই সরকারের নাম হওয়া দরকার ছিলো বিপ্লবী সরকার। বিপ্লবী সিদ্ধান্তের মাধ্যমে সরকারের বিপ্লবী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর