২০ বছর পূর্তিতে মাশরাফি-মুশফিকদের প্রত্যয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 08:28:30

১০ নভেম্বর, দিনটা বাংলাদেশ ক্রিকেটে সোনার অক্ষরে লেখা থাকবে! ২০০০ সালের এই দিনে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল টাইগারদের। পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লেখা হয়েছিল নতুন ইতিহাস! দেখতে দেখতে সেই স্মরণীয় ঘটনা দুই দশক পেরিয়ে গেল।

টেস্ট ক্রিকেটে ২০ বছর পার করে এখনো রোমাঞ্চিত ক্রিকেট ভক্তরা। দিনটার কথা ভুলেননি এখনকার তারকা ক্রিকেটাররাও। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করলেন বাংলাদেশের সবচেয়ে সফল দুই অধিনায়ক- মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিক এই দিন শোনালেন নতুন প্রত্যয়। ফেসবুক নিজের অফিসিয়াল পেজে ক্যারিয়ারের বেশ কিছু ছবি যুক্ত করে তিনি লিখলেন, ‘আজ আমাদের টেস্ট ক্রিকেটের ২০ বছর পূর্ণ হয়েছে। যদিও এই ফরম্যাটে আমরা আমাদের প্রত্যাশা মতো সাফল্য অর্জন করতে পারিনি। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এ ফরম্যাটে অনেক দূর যাবো। মুখে হাসি ফোটাবো আপনাদের।’

বাংলাদেশের টেস্ট অভিষেক ম্যাচে খেলা হয়নি। তবে বছর যেতেই সুযোগ পান মাশরাফি বিন মুর্তজা। সেই অভিষেক টেস্টের কথা তার মনে আছে। ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়ে রোমাঞ্চিতো তিনি। দিনটার কথা স্মরণ করে মাশরাফি লিখেছেন, ‘১০ নভেম্বর, ২০০০: টেস্ট ক্রিকেটে আমাদের যাত্রা শুরু হয়েছিল। ৮ নভেম্বর, ২০০১: আমি যে খেলাটা পছন্দ করি, সেই খেলায় যাত্রা শুরু হয়েছিল আমার।’

এ সম্পর্কিত আরও খবর