শিশুদের বাঁচাতে মেসির রেকর্ড গড়া বুট নিলামে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 15:45:06

গত ডিসেম্বরে অনন্য এক ইতিহাস লিখেন লিওনেল মেসি। লা লিগায় রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে বার্সার হয়ে করেন রেকর্ড ৬৪৪তম গোল। পেশাদার ফুটবলে এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের কৃতিত্বটা এখন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরের দখলে। মেসি ছাড়িয়ে যান সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা ৬৪৩ গোলের রেকর্ড।

অ্যাডিডাস নেমিজিজ মেসি ১৯ মডেলের বুট পায়ে নতুন মাইলফলকটি ছুঁয়ে ছিলেন মেসি। সেই বিশেষ বুট জোড়া নিলামে তুলছেন এ মেগাস্টার। নিলাম থেকে প্রাপ্ত অর্থ খরচ করা হবে শিশুদের চিকিৎসায়। দুটি বুটেই স্বাক্ষর রয়েছে মেসির। প্রিয় সহধর্মিণী অ্যান্তোনেলা রোকুজ্জো, তিন তনয় থিয়াগো, মাতেও, সিরোর নাম, জন্ম তারিখও লেখা রয়েছে তাতে।

শুরুতে মেসি বুট জোড়া দান করেছিলেন কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়ামে। জাদুঘর কর্তৃপক্ষই এখন মেসির বুট জোড়ার নিলাম কার্যক্রম পরিচালনা করবে। এ থেকে প্রাপ্ত অর্থ তারা পাঠিয়ে দিবে বার্সেলোনার ভল হেবরন ইউনিভার্সিটি হাসপাতালের আর্টস অ্যান্ড হেলথ প্রকল্পে। যাতে সুবিধাটা পায় অসুস্থ শিশুরা।

এনিয়ে মেসি বলেন, ‘এক ক্লাবের হয়ে রেকর্ড ৬৪৪ গোল করাটা অনেক আনন্দের। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সকল শিশু অসুস্থ, তাদের জন্য কিছু করতে পারা।’

এখানেই শেষ নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের পাশেও দাঁড়িয়েছেন মহানুভব মেসি। তাদের জন্য ব্যবস্থা করেছেন করোনা প্রতিরোধী টিকা। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলকে নিজের অটোগ্রাফ সম্বলিত তিনটি টি-শার্ট উপহার দিয়েছেন মেসি। চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সিনোভ্যাক তা গ্রহণ করার বিনিময়ে ৫০ হাজার টিকা পাঠাবে ফুটবলারদের জন্য।

এ সম্পর্কিত আরও খবর