বিশ্বকাপ খেলাটা ভাগ্যের ব্যাপারঃ তানজিদ তামিম



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ‘গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। সেখানে নিজের ছোটবেলার, বর্তমানের এবং দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।

তামিমের পরিবার তাকে নিয়ে খুব গর্বিত, এমনটা বলে নিজেই আনন্দমাখা হাসি হেসেছেন তিনি- ‘আমার বাবা-মা, পরিবার এবং বন্ধুবান্ধবরা আমাকে নিয়ে গর্ববোধ করে। এটা অনেক আনন্দের।‘

বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল, তিনি ওপেনিং ব্যাটার ছিলেন, তানজিদ তামিমও একই পজিশনে খেলেন। সিনিয়র তামিমের নাম থেকেই কি তার নামকরণ করা হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার দাদা আর দাদি মিলে আমার এই নামটা দিয়েছেন, তখন তারা আসলে এই জিনিসটা ভেবে দেয়নাই।‘

নিজের শৈশব ও কৈশোরকাল প্রসঙ্গে বলেছেন তামিম, ‘সব বাবা-মা চায় তার ছেলে পড়াশোনা করে ভাল কিছু হবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা-মাও সেই স্বপ্নটাই দেখেছিল। গ্রাম থেকে তাই শহরে নিয়ে আসছিল পড়াশোনার জন্য। খেলাধুলার প্রতি ঝোঁক ছিল, তাই পড়াশোনার পর বাকি সময়টা আমি মাঠে খেলা করে কাটিয়েছি। আমি জানিনা কিভাবে কি হইসে বাট ছোটবেলায় খেলাধুলার ওই নেশাটা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে।‘

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের অংশ হওয়াটা তামিমের জন্য অত্যন্ত গর্বের। এ সম্পর্কে তিনি বলেন, ‘যখন আমরা ওয়ার্ল্ডকাপ জিতি সেটার মধ্যে অন্যরকম ফিলিংস আছে, আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ জেতাটা সবচেয়ে গর্বের। ওয়ার্ল্ডকাপ খেলাটাও একটা লাকের ব্যাপার। আমি অনেক লাকি ছিলাম যে খেলতে পারসি।‘

নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে তামিম মাঠে নামেন না। তবে প্রতি ম্যাচেই তার ইচ্ছা থাকে নিজের সর্বোচ্চটা দিয়েই সে ম্যাচে পারফর্ম করা, ‘আমি কখনো সেরকম গোল সেট করিনা। ম্যাচ বাই ম্যাচ খেলার ট্রাই করি। সামনেও চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ আগানোর এবং প্রত্যেক ম্যাচেই নিজের বেস্টটা দিয়ে টিমকে ভাল কিছু কন্ট্রিবিউট করার।‘

   

আজ টিভিতে যেসব খেলা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড
সকাল ৬-৩০ মি., নাগরিক টিভি ও টফি
পাকিস্তান-আয়ারল্যান্ড
রাত ৮-৩০ মি., নাগরিক টিভি ও টফি
বাংলাদেশ-নেপাল
আগামীকাল ভোর ৫-৩০ মি., নাগরিক টিভি ও টফি
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস
আগামীকাল সকাল ৬-৩০ মি., স্টার স্পোর্টস ১

ফুটবল
ইউরো ২০২৪
পোল্যান্ড-নেদারল্যান্ডস
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস
স্লোভেনিয়া-ডেনমার্ক
রাত ১০টা, টি স্পোর্টস
সার্বিয়া-ইংল্যান্ড
রাত ১টা, টি স্পোর্টস

;

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-কানাডা ম্যাচ

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

একের অধিকবার ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা দেখিয়েও শেষ পর্যন্ত টসই হলো না ভারত-কানাডা ম্যাচের। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হলো।

এই ম্যাচটিকে মূলত বলা হচ্ছিল শুধুই নিয়মরক্ষার। কারণ গ্রুপ ‘এ’ থেকে শীর্ষ দুই দল ভারত এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সুপার এইটে জায়গা করে নিয়েছে। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে গ্রুপে শীর্ষে ছিল রোহিত-কোহলিরা। অপরদিকে গ্রুপের চতুর্থ স্থানে ছিল কানাডা।

আজকে ভারতকে হারিয়ে দিলেও কানাডা সর্বোচ্চ পাকিস্তানকে টপকে তৃতীয় স্থান দখল করতে পারত। চলতি টুর্নামেন্টে এই ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না বললেই চলে।

৮ টায় টস হওয়ার কথা থাকলেও আজ ম্যাচের আগে ভেন্যুতে বৃষ্টি হওয়ার ফলে আউটফিল্ড ছিল ভেজা। ফলে সাড়ে ৯টা পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররা। শেষ পর্যন্ত খেলার অনুপযোগী আবহাওয়া ও পরিস্থিতি থাকার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো ম্যাচটি।

বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, গ্রুপ এ-তে ৭ পয়েন্টের সঙ্গে শীর্ষেই রইল ভারত। অপরদিকে ৬ পয়েন্টের সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সুপার এইটে জায়গা করে নিয়েছে।

;

বোলার সাকিবের অপেক্ষায় আছে বাংলাদেশ

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যখনই কোনো কারণে সমালোচিত হন সাকিব আল হাসান, তখনই নিজের পারফরম্যান্স দিয়ে জবাব দিয়ে দেখান সাকিব। অতীতেও এই নজির একের অধিকবার দেখা গেছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার সেখা গেল সেটা। 

সাকিব কেন দলে, অবসর কেন নিচ্ছেন না- এই কথাগুলোই শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ তো বলেই বসলেন যে সাকিবের লজ্জা পাওয়া উচিৎ এবং দ্রুতই অবসরে যাওয়া উচিত। 

কথাটা সাকিবের কানে যে পৌঁছায়নি সেটা প্রেস কনফারেন্সে তার কৌতূহলী ভাবে প্রশ্ন করাটা দেখেই স্পষ্ট ছিলো। সাকিব কে নিয়ে কে এমন মন্তব্য করেছেন সেটা তিনি সেখানেই জিজ্ঞেস করেছিলেন। 

তবে কে বলেছেন সেটা জেনে রাখলেও, কে কী বললেন এসব নিয়ে একদমই ভাবেন না। নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি এবং ম্যাচসেরা হওয়ার পর পরিস্কার জানিয়ে দিলেন এটা কাউকে জবাব দেওয়ার জন্য নয়, ‘আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমার মনে হয়, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা, রান করা। বোলারদের কাজ উইকেট নেওয়া। ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা, ক্যাচ নেওয়া।’

ব্যাট হাতে অফ ফর্মটাকে পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন সাকিব। তবে বল হাতে তিনি আছেন শেষ কিছু দিনের মতোই নিস্প্রভ।

প্রথম দুই ম্যাচে মাত্র চার ওভার বোলিং। সবশেষ পাঁচ ইনিংস উইকেটলেস। সবমিলিয়ে শেষ সাত ইনিংসে উইকেট মাত্র একটা। এই ইনিংসে  আগে ব্যাট হাতেও পার করছিলেন বাজে সময়। তবুও নিজের জায়গা বাঁচানো নিয়ে ভাবেননি। খেলেছেন দলের জন্যই। 

নিজের এবং দলের সার্বিক পারফরম্যান্স সম্পর্কে বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কেউ ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অতটা ভাবে না। দলে কতটা অবদান রাখা গেল, এটাই আসল কথা।’

সে যাই হোক, সাকিব বল করে যাচ্ছেন, কিন্তু তার পাশে উইকেটের দেখা নেই, তা নিশ্চয়ই দেখতে চাইবেন না কেউ! নেপাল ম্যাচ থেকেই তাই বোলার সাকিবের ‘কামব্যাক’ চায় বাংলাদেশ।

;

এটি আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বোল্ট

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইসিসির প্রতিটি ইভেন্টেই নিউজিল্যান্ডের ভাল একটি স্কোয়াড থাকে, যেখানে অভিজ্ঞ এবং তরুণদের মিশেলে দুর্দান্ত দল খেলতে যায়। কিন্তু প্রতিবারই আশানুরূপ ফল নিয়ে ফেরত আসতে পারে না দলটি। ভাগ্যও যেন সহায় হয় না তাদের প্রতি। এবারও তার ব্যতিক্রম হলো না।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো কেন উইলিয়ামসমের দলকে। এই টুর্নামেন্টের ডেথ গ্রুপ বলা হচ্ছিল গ্রুপ ডি-কে, যেখানে প্রথম দুই ম্যাচে হেরে সুপার এইটের স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গেছে কিউইদের। শোচনীয় এই বিদায়ের পর নিজের অবসরের ইঙ্গিত দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা পেসার ট্রেন্ট বোল্ট।

শনিবার সকালে উগান্ডার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন বোল্ট। ৪ ওভারে বল করে মাত্র ৭ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘নিজের দিক থেকে বলতে গেলে, এটি আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’

তবে ঠিক বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না তিনি এমনটাও বললেন তিনি, ‘আমি ও সাউদি একসঙ্গে অনেক খেলেছি। মাঠ–মাঠের বাইরে তার সঙ্গে আমার বন্ধুত্বও অসাধারণ। এখন ঘড়ির কাঁটাটাকে একটু পিছিয়ে দিলে দেখা যাবে এখানে আমরা সুইং বোলিংয়ের সেরা কিছু প্রদর্শনী দেখিয়েছি। কিছু দুর্দান্ত স্মৃতিও আছে এবং আশা করি আরও কিছু হওয়া বাকি।’

বিশ্বকাপের মঞ্চে হয়ত এবারই শেষবার বল হাতে দাপট দেখাবেন বোল্ট। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন এই পেসার।

;