করোনাকালেই আইপিএল শেষ করতে চান সৌরভ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 15:14:37

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। তার প্রভাব পড়েছে আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ এই তিন দলের সব মিলিয়ে ছয়জন ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। 

তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আর কোনো ঝুঁকি নেয়নি। ভারতের টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার কথা চিন্তা করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আকর্ষণীয় এই ক্রিকেট আসর। 

খেলা বন্ধ হয়ে গেলেও চলতি বছরেই টুর্নামেন্টের বাকি অংশটা শেষ করতে চান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে তার জন্য নিজের দেশের করোনা পরিস্থিতির উন্নতি দেখতে চান তিনি। 

আসর শেষ করতে আশাবাদী সৌরভ গাঙ্গুলি বলেন, ‘টুর্নামেন্টটি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় আইপিএল বন্ধ করতে হয়েছে। করোনা খুবই সংক্রামক ব্যাধি। তাই ঝুঁকি নিতে চাইনি। তবে এখনো সময় আছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে চলতি বছরের কোনো সময়ে বাকি ৩০টি ম্যাচ আয়োজনের চেষ্টা করব আমরা।'

এ সম্পর্কিত আরও খবর