করোনা রিপোর্ট ছাড়াই ফুটবলারদের অনুশীলন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 04:04:26

রোববার, ১৬ মে হোটেল কন্টিনেন্টালে রিপোর্ট করেন জামাল ভূঁইয়ারা। বিকেলেই ফুটবলারদের করোনা টেস্ট হয়। কিন্তু রিপোর্ট এখনো হাতে আসেনি। কিন্তু রিপোর্ট ছাড়াই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচকে সামনে রেখে ১৭ মে, সোমবার সকালে শুরু হয়েছে ফুটবলারদের মাঠের অনুশীলন।

ঈদের আগে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফুটবলাররা। ঈদের ছুটিতে পরে ক্যাম্পেইন ছেড়ে সবাই চলে যান ঘরে। পরিবারের সাথে ঈদ কাটাতে। বিভিন্ন জন দেশের বিভিন্ন জেলা থেকে ফিরেছেন। এসেছেন ভিন্ন ভিন্ন উপায়ে। একজন করোনায় আক্রান্ত হলে অন্যদের মধ্যে সেটা সংক্রমণের আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরা প্রায়ই চলে যান ফুটবলারদের কাছে। করোনা সংক্রমণের ঝুঁকিটা থেকেই যাচ্ছে। তবে কোচ জেমি ডে এতে কোনো সমস্যা দেখছেন না, ‘ফুটবলাররা হোটেলে স্বাস্থ্যবিধি মেনে চলেছে। লিগে খেলেছে নেগেটিভ রিপোর্ট নিয়ে। প্রত্যাশা করছি, এটা কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না।’

প্র্যাকটিস সেশন নিয়ে বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, ‘আজ যতটুকু সম্ভব সব খেলোয়াড়দের পরীক্ষা করে দেখেছি, তারা ফিট আছে। আশা করি, আসন্ন ম্যাচগুলোতে তারা ভালোটাই দেখাবে।’

এ সম্পর্কিত আরও খবর