এক হাজার উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 07:46:20

ক্রিকেট ক্যারিয়ারে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে নিজের নাম লিখেছেন দেশসেরা এ ওপেনার।

তামিমের রেকর্ড গড়ার দিনে নতুন মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসানও। স্বীকৃত ক্রিকেটে ১০০০ উইকেট শিকারের কৃতিত্ব গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ রোববার, ২৩ মে ৯৯৯ উইকেট নিয়ে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামেন সাকিব। কুশল মেন্ডিসের উইকেট নিয়েই এই মাইলফলকে পৌঁছান সাকিব। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ১০০০ উইকেট শিকারের এই কৃতিত্ব দেখালেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণে সাকিবের উইকেট ৫৬৯টি। ঘরোয়া ও অন্যান্য স্বীকৃত ক্রিকেটে তার উইকেট ৪৩১টি।

বাংলাদেশে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক। তার দখলে রয়েছে ১ হাজার ১৪৫টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তারপরে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা (৭০৯ উইকেট) ও এনামুল হক জুনিয়র (৭০২ উইকেট)। তবে পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক মাশরাফি।

এ সম্পর্কিত আরও খবর