অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরবেন আমির!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:40:43

প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে মতে মিলছিল না মোহাম্মদ আমিরের। যে কারণে দলে মূল্যায়ন না পাওয়ার অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকেই না বলে দেন এ তারকা ক্রিকেটার। এ জন্য সমালোচনার কত শত বিষাক্ত তীর যে হজম করতে হয়েছে ২৮ বছরের এ তারকা পেসারকে, তার কোনো ইয়ত্তা নেই। 

তবে আমিরকে জাতীয় দলে ফেরাতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ব্যাপারটা নিয়ে আমিরের সঙ্গে ব্রিটেনে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছে পিসিবি। ওয়াসিম খান বলেন, ‘আমির এখনো পাকিস্তানের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আমরা ওর ও কোচদের (মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস) মধ্যে দূরত্ব দূর করার চেষ্টা করব। তবে এটাও জানাতে চাই যে দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে ও যে সিদ্ধান্ত নিয়েছে। তা মোটেই ঠিক নয়।’

তবে আমির ঠিক কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন তা অবশ্য জানা যায়নি। 

এ সম্পর্কিত আরও খবর