বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 20:25:32

আগামী আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা। সিরিজটি সামনে রেখে অ্যারন ফিঞ্চকে নেতৃত্বে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এই প্রাথমিক দল থেকে বাংলাদেশে সফরের জন্য ঘোষণা করা হবে মূল স্কোয়াড। তবে তার আগে প্রিলিমিনারি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সব তারকা ক্রিকেটারই।

জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া। এই প্রাথমিক দল থেকেই সেই সিরিজের জন্যও চূড়ান্ত দল বাছাই করবে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অধিনায়ক অ্যারন ফিঞ্চের দল।

চার্টার্ড ফ্লাইটে ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

এ সম্পর্কিত আরও খবর