পিএসজি’র হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান মেসি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 20:12:28

প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) কখনোই চ্যাম্পিয়নস লিগ জিতেনি। নেইমারকে দলে ভিড়িয়ে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখে চলেছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। কিন্তু সুযোগ হাতছানি দিয়ে যাচ্ছে কেবল। সোনার হরিণ নামক ট্রফি এখনো ধরা দিচ্ছে না। লিওনেল মেসি পার্ক দেস প্রিন্সেসে নাম লেখানোয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার স্বপ্ন আরও জোরাল হলো বৈকি। আর্জেন্টিাইন এ ফুটবল জাদুকরও পিএসজি’র ভক্ত-সমর্থকদের দিলেন চ্যাম্পিয়নস লিগ জয়ের আশ্বাস।

পিএসজির হয়ে প্রথমবার সংবাদ সম্মেলনে হাজির হয়েই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখালেন ফুটবল সুপারস্টার মেসি, ‘প্রিয় শিরোপা? আমি মনে করি আমি একটি সফল দলে এসেছি, এই মৌসুমে যারা দলে যোগ দিয়েছে, তাদের ছাড়াই। এই দলকে আমি সাহায্য করতে পারি, আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমার উচ্চাকাঙ্ক্ষা আছে। আমার স্বপ্ন হল আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা।'

বন্ধু নেইমার আর সতীর্থ ডি মারিয়াদের টানেই পিএসজিতে পাড়ি জমিয়েছেন মেসি। জানালেন সেই আবেগের কথা, ‘হ্যাঁ এটা বড় একটা কারণ। ড্রেসিং রুমে আমার বন্ধু ও (জাতীয় দলের) সতীর্থরা আছে। এখানে আমি আসার আগে থেকেই পিএসজি ও আমার লক্ষ্য একই। আশা করি, এখন আমরা একত্রে সেটা অর্জন করতে পারব। নেইমার অন্যতম কারন, এছাড়া (আনহেল) দি মারিয়া, (লেয়ান্দ্রো) পারেদেসরাও আছে…যা আমার এই ক্লাবকে বেছে নেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে।’

নেইমার-এমবাপ্পেদের সঙ্গে খেলার জন্য যেন তর সইছে না মেসির, ‘নেইমার ও এমবাপ্পের সঙ্গে খেলাটা হবে দুর্দান্ত। অসাধারণ সব খেলোয়াড় দলে যুক্ত করা হয়েছে। অনুশীলন এবং লড়াই শুরুর জন্য আমার তর সইছে না। সেরা উপায়ে আমি এটা করব।'

বার্সার বিপক্ষে খেলা হবে মেসির কাছে অন্য রকম কিছু। এ নিয়ে মেসি বলেন, 'জানি না আমরা ভবিষ্যতে মুখোমুখি হব কিনা, যদি হই, এক দিক দিয়ে বার্সেলোনায় ফেরাটা হবে দারুণ। অন্য দিক দিয়ে নিজের মাঠে ভিন্ন জার্সিতে খেলাটা হবে অদ্ভূত। তবে ফুটবলে এমনটা হতেই পারে।'

এ সম্পর্কিত আরও খবর