এমন হারের পরও ইতিবাচক বাংলাদেশ অধিনায়ক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

চেন্নাই টেস্টে দারুণ শুরুর পরও টেস্টটা শেষমেশ হেরেই বসল বাংলাদেশ। ২৮০ রানের হার দিয়ে সফরটা শুরু করল দল। তবে এমন হারের পরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইতিবাচকই থাকতে চাইছেন। ম্যাচের প্রাপ্তিগুলোকেই বড় করে দেখতে চাইলেন।

এই ম্যাচের শুরুটা বাংলাদেশ ভালোই করেছিল। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল ভারতের। সেটার ধারাবাহিকতা এখন পুরো ম্যাচে চান শান্ত। তিনি বললেন, ‘ইতিবাচক দিকটা হচ্ছে যেভাবে প্রথম দুই-তিন ঘণ্টায় তাসকিন, হাসান মাহমুদ বল করল। এরপর ভারত বেশ ভালো ব্যাট করেছে। সিম বোলিং অপশন হচ্ছে সবচেয়ে বড় ইতিবাচক দিক, আমরা বেশ ভালো বল করেছি নতুন বলে। তবে এটা ধরে রাখাটা জরুরি আমাদের।’

বিজ্ঞাপন

ব্যাটারদের ব্যর্থতার এই ম্যাচে উজ্জ্বল ছিলেন শান্ত নিজে। শেষ দিনে ৮২ রানের ইনিংস খেলেছেন তিনি। তার এমন ইনিংসে ভর করেই চতুর্থ দিনে একটু লড়েছে দল। নিজের ব্যাটিং সম্পর্কে শান্তর মূল্যায়ন, ‘ব্যাটার হিসেবে আমি সবসময় অবদান রাখতে চাই দলে। আমি আমার ব্যাটিং উপভোগ করি।’

আজ যখন দলের সামনে ছিল ৩৫৭ রান, তখন কী পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ? শান্ত জানালেন, কোনো লক্ষ্য নয়, যত দূর সম্ভব ব্যাট করার লক্ষ্য নিয়ে নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘আজকে আমরা লম্বা সময় ধরে ব্যাট করতে চেয়েছি। নিজেদের শক্তির জায়গাটায় খেলতে চেয়েছি।’
এবার সামনে নতুন ম্যাচ। আগামী শুক্রবার কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। সে ম্যাচটায় ভালো কিছুর আশা শান্তর। তিনি বলেন, ‘কানপুরের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে আমাদের বোলাররা ভালো করেছে। আমি আশা করব আমাদের ব্যাটাররাও ওই ম্যাচে ভালো করবে।’