আর্জেন্টিনার বিপক্ষে থাকছেন আলভেস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 22:01:33

চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন দানি আলভেস। দর্শক হয়ে ছিলেন ঘরের মাঠের কোপা আমেরিকায়। তবে ইনজুরি কাটিয়ে টোকিও অলিম্পিকে ঠিকই সাফল্য ছিনিয়ে নিয়েছেন। অলিম্পিক ফুটবলে দেশের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। জিতেছেন স্বর্ণ পদক। সেই সাফল্যের জেরেই এবার ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন দানি আলভেস।

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই মিশনকে সামনে রেখে কোচ লিওনার্দো আদেনর বাচ্চি ওরফে তিতে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। সেই দলে জায়গা করে নিয়েছেন আলভেস। আর স্কোয়াডে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন ক্লাওদিনিয়ো, লুকাস ভেরিসিমো ও রাফিনিয়া। 

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসিদের কাছে নেইমারদের হারের পর বিশ্বকাপ বাছাই পর্বে ফের আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল।

আগামী ২ সেপ্টেম্বর ব্রাজিল লড়বে চিলির বিপক্ষে। তিন দিন বাদে সেলেসাও শিবির মোকাবেলা করবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। ৯ সেপ্টেম্বর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পেরু।

ব্রাজিল দল: 

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন ও ওয়েভারটন,

রক্ষণভাগ: দানি আলভেস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, গিলের্মে আরানা, এডার মিলিতাও, মার্কিনিওস, ভেরিসিমো ও থিয়াগো সিলভা।

মাঝমাঠ: ক্যাসেমিরো, ফ্যাবিনিও, ফ্রেড, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ক্লদিনিও ও এভারটন রিবেরিও।

আক্রমণভাগ: নেইমার, রিশার্লিসন, রাফিনিয়া, মাতিয়াস কুনিয়া, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা ও গ্যাব্রিয়েল জেসুস।

এ সম্পর্কিত আরও খবর