মাঠের ফুটবলকে না বলে দিলেন মানজুকিচ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 04:40:23

খেলোয়াড়ী জীবন থেকে বিদায় নিলেন মারিও মানজুকিচ। পেশাদার ক্লাব ফুটবল থেকে অবসর নিলেন বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসের সাবেক এ তারকা এ স্ট্রাইকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মাধ্যমে সব ধরনের পেশাদার ফুটবলকে না বলে দিয়েছেন ৩৫ বছরের এ ফুটবল লিজেন্ড।

অবশ্য প্রিয় জন্মভূমি ক্রোয়েশিয়ার হয়ে খেলছেন না আরও আগে থেকে। আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বলেছেন বছর দুয়েক আগেই। দেশের জার্সি পরে আর গায়ে না জড়ালেও খেলে যাচ্ছিলেন ক্লাব ফুটবলে।

এবার ক্লাব ফুটবল থেকে সরে দাঁড়িয়ে তুলে রাখলেন বুট জোড়াও।

জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচ খেলে মানজুকিচ গোল করেন ৩৩টি। ক্লাব ক্যারিয়ারে ৫০৮ ম্যাচে পান ১৯৭ গোলের দেখা পান রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার অন্যতম এ সদস্য। 

ইতালিতে জুভদের হয়ে চারটি সেরি এ, তিনটি ইতালিয়ান কাপ ও একটি ইতালিয়ান সুপার কাপ জয়ের স্বাদ নিয়েছেন মানজুকিচ।

বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে মানজুকিচ জেতেন দুটি বুন্দেসলিগা, একটি করে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ ট্রফি। 

সর্বশেষ এসি মিলানে সময়টা ভালো কাটেনি মানজুকিচের যে কারণে মাঠের ফুটবলের সঙ্গে সম্পর্কটা ছেদ করলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর