ব্রাজিল দলে অ্যালিসন-জেসুসরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 15:15:57

সর্বশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ইংল্যান্ডে খেলা জাতীয় দলের ফুটবলারদের পায়নি ব্রাজিল।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইংলিশ ক্লাবে খেলা ফুটবলারদের দলে পেতে প্রিমিয়ার লিগ ও ফিফায় কম দেন-দরবার করেনি সেলেসাও শিবির। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার কারণে তাতে কোনো লাভ হয়নি। 

ফের দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক ফুটবলের সূচি। তবে এবার আর সমস্যা হচ্ছে না। ইংল্যান্ডে খেলা আটজন ফুটবলারকেই পাচ্ছেন ব্রাজিল কোচ আদেনর লিওনার্দো বাচ্চি ওরফে তিতে।

২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বে অক্টোবরে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। 

কোচ তিতের ২৫ সদস্যের দলে রয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার ও ফ্যাবিনহো, ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস ও এদেরসন, টটেনহ্যাম হটস্পারের এমেরসন রয়াল, চেলসির চিয়াগো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ এবং লিডস ইউনাইটেডের রাফিনিয়া।

৭ অক্টোবর ভেনেজুয়েলার আতিথ্য নিবে ব্রাজিল। তিন দিন বাদে নেইমাররা যাবে কলম্বিয়ার মাঠ সফরে। পরে ১৪ অক্টোবর তারা নিজেদের মাঠে স্বাগত জানাবে উরুগুয়েকে।

বাছাই পর্বে আট ম্যাচের সবকটি জিতে ২৪ পয়েন্টের পুঁজি নিয়ে সবার ওপরে এখন ব্রাজিল। ১৮ পয়েন্টে তাদের পরেই রয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), ওয়েভেরতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

রক্ষণভাগ: দানিলো (ইউভেন্তুস), গিলেরমো আরানা (আতলেতিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), এমেরসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (চেলসি)

মাঝ-মাঠ: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেনিলসন (স্পোর্ত ক্লাব ইন্তারনাসিওনাল), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)

আক্রমণভাগ: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুইয়া (হের্টা বার্লিন), গাবি (ফ্লামেঙ্গো)।

এ সম্পর্কিত আরও খবর