দিবালার ঝলকে নকআউটে জুভেন্টাস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 03:20:38

আগুনে পারফরম্যান্সে জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়ে দিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে জুভ শিবির জিতেছে ৪-২ গোলে। এ জয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেন পাওলো দিবালা। আর্জেন্টাইন এ ফরওয়ার্ড সঙ্গে সতীর্থ আলভারো মোরাতার গোলেও রাখেন অবদান।

দিবালার চমৎকার হাফ-ভলিতে প্রথমার্ধে এগিয়ে যায় জুভ শিবির। কিন্তু ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি হেডে বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে নিজেদের জালেই জড়িয়ে দেন। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার দুই মিনিট আগে পেনাল্টি থেকে ফের ব্যবধান গড়ে দেন দিবালা। গোল ব্যবধান তখন ২-১। ইতালিয়ান উইঙ্গার ফেডেরিকো চিয়েসা তৃতীয় গোল এনে দেন দলকে। পরে চতুর্থ গোল যোগ করেন আলভারো মোরাতা।

ফরওয়ার্ড সরদার আজমাউন শেষ দিকে ইনজুরি টাইমে দলের দ্বিতীয় গোল এনে দিয়ে জেনিতের ক্ষতি কিছুটা পুষিয়ে নেন। তবে ইতালির মাটিতে জুভেন্টাসের আক্রমণের মান ছিল বেশ উপভোগ্য। দিবালা ও চিয়েসা পুরো ম্যাচ জুড়ে দাঁপিয়ে বেড়িয়েছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলার তো হ্যাটট্রিক প্রায় পেয়েই গিয়ে ছিলেন। তবে দ্বিতীয়ার্ধে দর্শকদের অভিবাদন দিয়ে মাঠ ছাড়েন তিনি।

দিবালা বেশ ভাগ্যবান ছিলেন বলতে হয়। প্রথমবার পেনাল্টি মিস করেও ফের স্পট কিক নেওয়ার সুযোগ পান তিনি। নিয়ম অমান্য করে প্রতিপক্ষের ফুটবলাররা পেনাল্টি এরিয়াতে ঢুকে পড়লে ফের সুযোগ পান। এবার কোনো ভুল হয়নি। ঠাণ্ডা মাথায় বটম-রাইট কর্নার দিয়ে জাল কাঁপিয়ে দেন দিবালা।

প্রথমার্ধে মোরাতার একটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। তবে নিজের অক্লান্ত পরিশ্রমের পুরস্কার পেয়ে যান তিনি। দিবালার অ্যাসিস্টে চতুর্থ গোলটি করেন মোরাতা। এ জয়ের ফলে গ্রুপ পর্বের চার ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এখন জেনিত।

এ সম্পর্কিত আরও খবর