উরুগুয়ে ম্যাচে দর্শক মেসি, খেলবেন ব্রাজিলের বিপক্ষে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:21:46

পেশির চোট ভুগিয়ে যাচ্ছে লিওনেল মেসিকে। যে কারণে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ম্যাচে আংশিক খেলার কথা ছিল তার। 

কিন্তু বন্ধু লুইস সুয়ারেজের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না পিএসজি’র এ সুপারস্টারের।এ ম্যাচে মেসি থাকবেন দর্শক হয়ে।

মেসির বদলে একাদশে থাকতে পারেন পাওলো দিবালা। নিকো গঞ্জালেসের মেসির জায়গায় খেলার কথা ছিল। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ায় ভাগ্যের শিঁকে খুলেছে দিবালার।

উরুগুয়ের বিপক্ষে খেলবেন না। তবে ব্রাজিল ম্যাচ খেলবেন মেসি পুরোটাই। এমন খবরই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

পেশির ইনজুরি নিয়ে অনেক দিন ধরেই মাঠের বাইরে লিওনেল মেসি। যে কারণে প্যারিস সেন্ট জার্মেই‘র (পিএসজি) হয়ে সর্বশেষ দুটি ম্যাচ খেলেননি। তবে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েই অনুশীলনে করেছেন এ ফুটবল জাদুকর।

তবে ভারি অনুশীলন করেননি মেসি। দৌড় ও ব্যয়ামে সীমিত তার অনুশীলন। দলের অন্য ফুটবলারদের থেকে আলাদা ছিলেন। তার আগে মাদ্রিদে করান নিজের চিকিৎসা।

আনফিট মেসি আর্জেন্টিনার হয়ে খেলবেন এটা কিছুতেই মানতে পারছে না পিএসজি। ফরাসি জায়ান্টের আপত্তির কথা জানিয়ে স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেন, ‘চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারলেও জাতীয় দলের জন্য খেলতে চলে যাওয়া, এর কোনো মানে নেই। আর আমার মনে হয়, এমন সব পরিস্থিতি এড়াতে ফিফার মাধ্যমে একটা প্রকৃত চুক্তি করা দরকার।’ 

এ সম্পর্কিত আরও খবর