শিরোপা আবাহনী নাকি বসুন্ধরার?

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:48:59

স্বাধীনতা কাপে আবাহনী লিমিটেড সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৯০ সালে। পরে ২০১৬ সালে ফাইনালে নাম লিখলেও শিরোপা জেতা হয়নি। সেবার তারা শিরোপা হাতছাড়া করে চট্টগ্রাম আবাহনীর কাছে। সে হিসেবে ৩১ বছর ধরে টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি ঢাকা আবাহনীর।

সেই শিরোপা খরা ঘোচানোর সুবর্ণ সুযোগ আজ আবাহনীর সামনে। তাদের প্রতিপক্ষ আজ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কোচ অস্কার ব্রুজনের দল মাঠে নামবে আজ ট্রফি ধরে রাখার মিশন নিয়ে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৫টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি। দুই জায়ান্টের জমজমাট ফুটবল লড়াইটা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

২০১৮ সালে টুর্নামেন্টের সর্বশেষ আসরে বসুন্ধরা কিংস শিরোপা জিতেছিল। ফাইনালে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তখন কিংসের হাতে ছিল কোস্টারিকার স্ট্রাইকার ড্যানিয়েল কলিনদ্রেস।

তবে এবার কলিন্দ্রেস খেলছেন আবাহনীর হয়ে। যেখানে আবাহনী ফাইনালের আগে যেন একটু বাড়তি উজ্জীবিত। তবে কলিন্দ্রেস না থাকলেও ছেড়ে কথা বলবে না বসুন্ধরা। তাদের হাতেও মজুদ রয়েছে ফাইনালে জেতার মতো অস্ত্র।

১৯৭২ সালে শুরু হওয়ার পর এখনো নিয়মিত হয়ে উঠতে পারেনি স্বাধীনতা কাপ। অনিয়মিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ কে জেতে সেটাই দেখার জন্যই এখন বসে আছেন সবাই।

এ সম্পর্কিত আরও খবর