ঘরে ফিরছেন ওমিক্রনে পজিটিভ দুই নারী ক্রিকেটার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 05:53:16

জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার এখন পুরোপুরি সুস্থ। গতকাল সর্বশেষ করোনা পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন। তাই আজ সোমবার, ২০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে হাসপাতাল ছেড়ে ঘরে ফিরতে যাচ্ছেন তারা।

বিসিবি’র উইমেন উইংয়ের ম্যানেজার তৌহিদ মাহমুদ খবরটি নিশ্চিত করে বলেন, ‘ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটার দুজনের গতকাল মেডিক্যাল টেস্ট হয়েছে। দুজনের করোনাভাইরাস রেজাল্ট নেগেটিভ এসেছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ। আজই নিজ নিজ বাড়ি ফিরে যাবেন।’

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে যায়। আয়োজক জিম্বাবুয়ে থেকে দীর্ঘ ভ্রমণ শেষে দেশে ফেরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তবে ঢাকায় পা দিয়েই খারাপ খবর পায় নারী ক্রিকেটাররা। দুজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

পরে আরও একজন করোনায় আক্রান্ত হন। হবে তিনি ছিলেন ডেল্টা ভ্যারিয়েন্টে পজিটিভ। তিনিও করোনামুক্ত হয়েছেন। সতর্কতার অংশ হিসেবে তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নেয়া হয় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন-

ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটাররা এখন সুস্থ

এ সম্পর্কিত আরও খবর