মিরাজের কণ্ঠে জয়ের জয়গান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 09:53:09

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালের দ্বিতীয় দিনটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। লাল-বলের ক্রিকেটে ডিফেন্ডিং বিশ্বসেরা কিউই পেসারদের খাবি খাইয়ে ছেড়েছেন বাংলাদেশের মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। শান্ত ৬৪ রানে উইকেট থেকে বিদায় নিলেও ভাঙে দ্বিতীয় উইকেটে তাদের ১০৪ রানের পার্টনারশিপ। দাপুটে ব্যাটিং পারফরম্যান্স দিয়ে জয় এখনো অপরাজিত রয়েছেন ৭০ রান নিয়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে আজ সোমবার, ২ জানুয়ারি এক ভিডিও বার্তায় তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, জয়-শান্তর এই দুর্বার জুটিই আত্মবিশ্বাসের রসদ যুগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

দলের আত্মবিশ্বাস নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা গতকাল ও আজ ভালো করেছে। ব্যাটসম্যানরাও খুব ভালো করছে। দ্বিতীয় উইকেট জুটিতে গুরুত্বপূর্ণ ছিল। বোলারদের মধ্যে শরিফুল টিউন সেট করে দিয়েছে। ৩ উইকেট নিয়েছে। ওর উইকেটগুলো ক্রসিয়াল ছিল। জয় আর শান্তর জুটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয়-শান্ত যে জুটি করেছে আলহামদুলিল্লাহ আমাদের দলের জন্য খুব ভালো হয়েছে। দেখেন বেশ কিছুদিন ধরে আমাদের ওপর থেকে কোনো জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দিবে। এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’

নিজের ক্রিকেট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই অর্ধ-শতক হাঁকিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী জয়। ফিফটি ছুঁয়েছেন ১৬৫ বল খরচায়। তার ব্যাটিং নৈপুণ্য মনে ধরেছে সবার। চোখ এড়ায়নি মিরাজেরও। তাই তো জয়ের জয়গান গাইলেন তারকা এ অলরাউন্ডার, ‘জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন, এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভালো মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। ওখানে ভালো খেলেছে, ঘরোয়াতে ভালো খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে। দলের জন্য ভালো হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর